Iqoo neo 10 battery Drain Issue after Update

When you update your IQOO Neo 10 (cn) phone, after 2-3 days the phone is overheating and the charge is relatively short? Here is the solution :

Vivo Iqoo neo 10 ফোন আপডেট দেয়ার পর ২-৩ দিন ধরে ফোন কিছুটা বেশি গরম হওয়া এবং চার্জ একটু কম টিকে থাকার কারণগুলো হলো:
🔥 Iqoo neo 10 ফোনটি গরম হওয়ার কারণ: 
 1. ব্যাকগ্রাউন্ড প্রসেসিং: আপডেটের পর ফোন অনেক ব্যাকগ্রাউন্ড টাস্ক চালায়, যেমন: সিস্টেম ফাইল অপটিমাইজ করা অ্যাপগুলোর নতুন ভার্সনে রি-কনফিগার হওয়া ক্যাশ ও ডেটা পুনর্গঠন
 2. ইনডেক্সিং এবং স্ক্যানিং: গ্যালারি, ফাইল, নোটিফিকেশন, নিরাপত্তা সেটিংস — এগুলো নতুনভাবে স্ক্যান হয়। 
 3. অ্যাপ আপডেট এবং সামঞ্জস্যতা চেক: প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সব অ্যাপ আবার নতুনভাবে আপডেট হয় বা সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যতা পরীক্ষা করে।
 🔋 Iqoo neo 10 chinese version ফোনে আপডেটের পর চার্জ কম থাকার কারণ: 
 1. বেশি প্রসেস চালানো: ব্যাকগ্রাউন্ডে প্রসেস বেশি হওয়ায় প্রসেসর ও র‍্যামের উপর চাপ পড়ে, ফলে ব্যাটারির ব্যবহার বেড়ে যায়। 

 2. নতুন ফিচার একটিভ থাকা: আপডেটের পর নতুন ফিচার বা সেটিংস যেমন “Always On Display”, “High Refresh Rate” বা “Location Services” চালু হয়ে যেতে পারে। 

 3. ক্যাশ রিবিল্ড ও সিঙ্কিং: Google, WhatsApp, Facebook ইত্যাদি অ্যাকাউন্টগুলো নতুনভাবে সিঙ্ক হয় যা ব্যাটারি খরচ বাড়ায়।

 ✅  আইকিউ নিও ১০ এর চার্জ বেশি ড্রেইনের সমাধান কী? 
 ফোন আপডেটের পর ২-৩ দিন ফোনকে ব্যবহার করতে দিন। ব্যাটারি সেটিংসে গিয়ে "Battery Usage" দেখে কোন অ্যাপ বেশি চার্জ নিচ্ছে, খেয়াল করুন। একবার ফোন রিস্টার্ট দিন এবং দরকার হলে cache partition wipe করুন (অনেক ফোনে এই অপশন থাকে recovery mode-এ)। Unnecessary ফিচার/সার্ভিস বন্ধ করুন, যেমন Bluetooth, GPS, background sync।
 
আমাদের ফেজবুক গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে iqoo neo 10 cn এর রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স জানতে পারবেন, আপনিও পারবেন আপনার সমস্যা সমূহ জানাতে। আরো জানতে পারবেন iqoo neo 10 price in Bangladesh, iqoo neo 10 unofficial pric, iqoo neo 10 official pric। 
আপনার যদি iqoo neo 10 call drop problem থাকে তাহলে গ্রুপের ফিচার পোষ্ট ফলো করে সমাধান করতে পারবেন। 
গ্রুপ লিংক: Iqoo neo 10 user Community 


 তা ছাড়া iqoo neo 10 Notification delay হলে এই ভিডিও টি দেখে সমধান করে নিনঃ

Post a Comment

Previous Post Next Post